মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা জেলা পর্যায়ের সকল অফিস, উপজেলা এবং ইউনিয়ন পোর্টাল শীঘ্রই ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উদ্বোধন করবেন। এ উপলক্ষে অদ্য ১০/০৯/২০১৩ তারিখ হতে জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লার কম্পিউটার ল্যাব কক্ষে জেলা / উপজেলা / ইউনিয়ন ওয়েব পোর্টাল বিষয়ক বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, সমাধান এবং পরবর্তী করণীয় পদক্ষেপসমূহ সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ রেজাউল আহসান মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা জনাব সঞ্জয় কুমার ভৌমিক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাঈদ মাহবুব খান মহোদয়ের পরিচালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় উপজেলা ও ইউনিয়ন পোর্টালের অগ্রগতি এবং সমস্যাসমূহ সমাধানের উপর জোড়ালো পদক্ষেপ নেয়া হয়। বর্তমানে পোর্টালের সমস্যা চিহ্নিতকরণসহ এর সমাধান করা হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS