২৩ নভেম্বর ২০১৫ বিকাল ৪.০০-৬.০০ টায় মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তা সঞ্চালনা করবেন। একইভাবে মন্ত্রিপরিষদ বিভাগ,ভূমি মন্ত্রণালয়,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ও সকল বিভাগীয় কমিশনারের কার্যালয় সংযুক্তহবে।সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসক, নির্বাচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচিত সহকারী কমিশনার (ভূমি), নির্বাচিত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, নাগরিক (সংশ্লিষ্ট সেবাগ্রহীতা), ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, নির্বাচিত সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি স্ব স্ব বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংলাপে যুক্ত হবেন।
সংলাপটি ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। লিংক:-https://www.youtube.com/watch?v=O34yfTFGpJ0।গুগল ফর্মের মাধ্যমে আগাম প্রশ্ন পাঠানো সম্ভব। লিংক:https://docs.google.com/forms/d/1uS-HrrHVJCz-VUWZGhGBomGhmVRWJFw62ud-9lc6IYk/edit?usp=drive_web।পৃথিবীর যেকোন প্রান্ত থেকে উভয় লিংকে সংযুক্ত হওয়া যাবে। এ ব্যাপারে স্থানীয়ভাবে ব্যাপক প্রচারনা দরকার। সংলাপটি বাংলাদেশ টেলিভিশন ও ৭১ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS