Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মনোহরগঞ্জ উপজেলা পরিষদ তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম


দর্শনীয় স্থান

দর্শনীয় স্থান :

১)ডাকাতিয়া নদী

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদী অবস্থিত। নদীটি মনোহরগঞ্জ উপজেলা হয়ে মেঘনা নদীতে গিয়ে মিলিত হয়েছে। শুষ্ক মৌসুমে নদীর বিভিন্ন স্থানে চর জেগে উঠে। অন্যদিকে, বর্ষা মৌসুমে নদীটি পানিতে কানায় কানায় ভর্তি হয়ে যায়। বর্ষাকালে এ উপজেলার ডাকাতিয়া নদীর উপর দিয়ে লঞ্চ, স্টীমার, ট্রলারসহ ছোট-বড় অসংখ্য নৌকা প্রবাহিত হয়।

২) শরীফপুর নাটেস্বর দীঘি

৩) শরিফপুর শাহী জামে মসজিদ। 

বড় শরিফপুর মসজিদ বাংলাদেশের কুমিল্লা জেলায় মনোহরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এটি বাংলাদেশে অবস্থিত মুঘল স্থাপনার মসজিদ ।মসজিদের শিলালিপি অনুযায়ী মসজিদটি মুহাম্মদ হায়াত আবদ করিম ১৭০৬-১৭০৭ সালে নির্মাণ করেন। প্রচলিত মতানুযায়ী নির্মাতা অত্র এলাকার কোতোয়াল ছিলেন। তাই এটি কোতোয়ালি মসজিদ নামে পরিচিত। ১৯৫৯ সাল থেকে মসজিদটি সংরক্ষিত স্থাপনা হিসেবে সংরক্ষিত রয়েছে। ১৯৬০ এর দশকে মসজিদটি সংস্কার করা হয়। পরবর্তীতে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর আরো সংস্কারকার্য‌ চালায়।

মসজিদটির আকৃতি আয়তাকার। পূর্বদিকের অংশে তিনটি খিলানযুক্ত দরজা রয়েছে যার মধ্যে কেন্দ্রীয় দরজাটি অপেক্ষাকৃত বড়। দরজাগুলির বিপরীত দিকে পশ্চিম দেওয়ালে তিনটি মিহরাব রয়েছে। এক্ষেত্রেও কেন্দ্রীয় মিহরাবটি বাকি দুইটি মিহরাবের তুলনায় অপেক্ষাকৃত বড়।মসজিদের চারকোণে চারটি বড় অষ্টভুজাকার মিনার রয়েছে। এছাড়াও কেন্দ্রীয় বৃহৎ প্রবেশপথের উপরে দুইটি অষ্টভুজাকার মিনার রয়েছে। গম্বুজের সংখ্যা তিনটি। কেন্দ্রীয় গম্বুজটি অপেক্ষাকৃত বৃহৎ। গম্বুজের ভেতরের অংশ পাতার নকশা শোভিত। এছাড়া বাইরের অংশে চক্রনকশার কাজ রয়েছে।