Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মনোহরগঞ্জ উপজেলা

 

 

উপজেলার পটভূমি

তৎকালীন মেল্লা শহর বর্তমান লাকসামস্থ ঘাগরিয়া খালের পাড়ে অবস্থিত মেল্লারের দিকে খরস্রোতা নদী পথে যেতে ডাকাতিয়া নদী ও ঘাগরিয়া নদীর মোহনায় ব্যবসায়ীদের মনহরণকারী স্থান হিসেবে মনোহরগঞ্জের নামকরণ হয় মর্মে কথিত আছে। পাট ব্যবসায়ীক কেন্দ্র স্থল মনোহরগঞ্জ পরবর্তীতে গঞ্জে রূপান্তরিত হয় মর্মে অনেকে মনে করনে। কারো-কারো মতে মনোহর নামে একজন মৃৎ শিল্প/কুম্বকার এ স্থানে গড়ে তোলে ছিলেন হাড়ি-পাতিলের কারখানা। ব্যবসায়ীরা তার নামকে ঐতিহ্য হিসেবে স্থানের নামকরণ করেন মনোহরগঞ্জ। ঐতিহাসিক সত্যতা যাই হোক না কেন মনোহরগঞ্জ একটি মনমুগ্ধকর প্রসিদ্ধ ব্যবসায়ীক স্থান যাহা ০৩টি ইউনিয়নের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। মনোহরগঞ্জ উপজেলা গত ২৬ আগষ্ট, ২০০৪ তারিখ নিকার এর ৯০তম বৈঠকে ১১টি ইউনিয়নের সমন্বয়ে মনোহরগঞ্জ উপজেলা নামে একটি নতুন প্রশাসনিক উপজেলা গঠন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অত:পর ০৫/২/২০০৫খ্রিঃ তারিখ হতে এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

   

এক নজরে উপজেলা

আয়তন: ১৬৭.৭৪ বর্গ কিলোমিটার, জনসংখ্যা: ২,৪২,৪৩২ জন, পুরুষ: ১,১৮,৯১৮ জন, মহিলা: ১,২৩,৫১৪ জন, ঘনত্ব: ১,৪৬০ জন প্রতি বর্গ কি:মি:, নির্বাচনী এলাকা: ২৫৭, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ), ইউনিয়ন: ১১টি, খানা: ৪১,৮২৪টি, মৌজা: ১৪৫টি, সরকারি হাসপাতাল: ০১টি, স্বাস্থ্য কেন্দ্র: ০৩টি, ক্লিনিক: ০৩টি, পোস্ট অফিস: ৩১টি (শাখাসহ), নদ-নদী: ০১টি, হাট বাজার: ২৪টি, ব্যাংক: ০৪টি।

   

ইউনিয়ন সমূহ

১নং বাইশগাঁও, ২নং সরসপুর, ৩নং হাসনাবাদ, ৪নং ঝলম (উত্তর), ৫নং ঝলম (দক্ষিণ),

৬নং মৈশাতুয়া, ৭নং লক্ষণপুর, ৮নং খিলা, ৯নং উত্তর হাওলা, ১০নং নাথেরপেটুয়া, ১১নং বিপুলাসার

   

যোগাযোগ ব্যবস্থা

সড়ক পথ : পাকা রাস্তা-১০৮ কিঃমিঃ, কাঁচা রাস্তা - ৪২০ কিঃমিঃ মোটঃ ৫৪৪ কিঃমিঃ ও রেল পথ

পত্র পত্রিকা

সময়ের দর্পন, লাকসাম বার্তা, সাপ্তাহিক লাকসাম, আলোর দিশারী

খেলাধুলা ও বিনোদন

ফুটবল, কাবাডি, ক্রিকেট এছাড়া জনপ্রিয় সবধরণের খেলা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

   

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এর তথ্য

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রোফাইল

সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মনোহরগঞ্জ,  কুমিল্লা,  ব্যাচঃ  ৩১তম, মোবাইল: ০১৭৩৩৩৫৪৯৫০ , ইমেইল: unomonoharganj@mopa.gov.bd, যোগদান: ০৬/০৮/২০১৯

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার বার্তা

--

প্রাক্তন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ

১। জনাব মোঃ গোলাম মোস্তফা, আইডি নং-৬০৫৪, কার্যকাল - ০৫/০২/০৫ খ্রিঃ হতে ০৮/১১/০৬ খ্রিঃ

২। জনাব মুহাম্মদ শাহেদ কবির, আইডি নং-৬০৩৪, কার্যকাল - ১৮/১০/০৬ খ্রিঃ হতে ৩১/০৭/০৭ খ্রিঃ

৩। জনাব আশরাফ উদ্দিন আহাম্মদ খান, আইডি নং-৬০০৯, কার্যকাল - ৩১/০৭/০৭ খ্রিঃ হতে ২৭/০৪/০৯ খ্রিঃ

৪। জনাব খলিল আহমেদ, যোগদান - ২৭/০৪/০৯ খ্রিঃ হতে ০৫/০৭/০৯ খ্রিঃ

৫। জনাব একেএম মামুনুর রশিদ, যোগদান - ০৫/০৭/০৯ খ্রিঃ হতে ২৮/০৭/০৯ খ্রিঃ পর্যন্ত

৬। জনাব ছাদেক আহমদ, আইডি নং-১৫২২২, ব্যাচ ২২তম, ফোন: ০৮০৩৭-৫৩০০১,  কার্যকালঃ ২৮/০৭/০৯খ্রিঃ হতে ২৮/০২/১২খ্রিঃ পর্যন্ত

৭। জনাব  মোশাহগির আলম, কার্যকালঃ ২৮/০২/২০১২ খ্রিঃ হতে ০১/০৪/২০১২  খ্রিঃপর্যন্ত

৮। জনাব মোহাম্মদ জাহেদুর রহমান, আইডি নং ১৫৫৭৪, ব্যাচ ২৪তম, ফোন: ০৮০৩৭-৫৩০০১,  কার্যকালঃ ০১/০৪/২০১২ খ্রিঃ হতে ২৮/০৪/১৩ খ্রিঃ পর্যন্ত

৯। জনাব  মোহাম্মদ  মনসুর আলম  খান,  ব্যাচ ২২তম,  কার্যকালঃ ০৫/০৫/২০১৩  খ্রিঃ  হতে ২১/১১/২০১৩খ্রিঃপর্যন্ত

উপজেলা প্রশাসনের পটভূমি

মনোহরগঞ্জ উপজেলা গত ২৬ আগষ্ট, ২০০৪ তারিখ নিকার এর ৯০তম বৈঠকে ১১টি ইউনিয়নের সমন্বয়ে মনোহরগঞ্জ উপজেলা নামে একটি নতুন প্রশাসনিক উপজেলা গঠন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। অতঃপর ০৫/২/২০০৫খ্রিঃ তারিখ হতে এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।