Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মনোহরগঞ্জ উপজেলা পরিষদ তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম


মানচিত্রে মনোহরগঞ্জ

মনোহরগঞ্জ উপজেলা একটি নবসৃষ্ট এবং প্রত্যন্ত উপজেলা। তৎকালীন মেল্লা শহর বর্তমান লাকসামস্থ ঘাগরিয়া খালের পাড়ে অবস্থিত মেল্লারের দিকে খরস্রোতা নদী পথে যেতে ডাকাতিয়া নদী ও ঘাগরিয়া নদীর মোহনায় ব্যবসায়ীদের মনোহরণকারী স্থান হিসেবে মনোহরগঞ্জের নামকরণ হয় মর্মে কথিত আছে। পাট ব্যবসায়ীক কেন্দ্রস্থল মনোহরগঞ্জ পরবর্তীতে গঞ্জে রূপান্তরিত হয় মর্মে অনেকে মনে করেন। কারো-কারো মতে মনোহর নামে একজন মৃৎশিল্প/কুম্বকার এ স্থানে গড়ে তোলে ছিলেন হাড়ি-পাতিলের কারখানা। ব্যবসায়ীরা তার নামকে ঐতিহ্য হিসেবে স্থানের নামকরণ করেন মনোহরগঞ্জ। মনোহরগঞ্জ উপজেলা একটি মনমুগ্ধকর প্রসিদ্ধ ব্যবসায়ীক স্থান। মনোহরগঞ্জ উপজেলার উত্তরে লাকসাম এবং শাহরাস্তি উপজেলা, দক্ষিণে বেগমগঞ্জ উপজেলা, পূর্বে লাকসাম এবং নাংগলকোট উপজেলা, পশ্চিমে চাটখিল উপজেলা অবস্থিত।