Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মনোহরগঞ্জ উপজেলা পরিষদ তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম


ফসলের উন্নত জাত

এ উপজেলায় প্রায় ১০,৪০০হেক্টর আবাদি জমির মধ্যে ২০১১-২০১২ রবি মৌসুমে ১০,২০০ হেক্টর জমিতে উফশী ও হাইব্রীড জাতের ধানের চাষ হয়েছে। ২০০ হেক্টর জমিতে শাকসবজি আলু ও গম সহ অন্যান্য ফসলের আবাদ হয়েছে। খরিফ-১ ও খরিফ- ২ মৌসুমে পূর্বহতেই বোনা আমনের চাষ করা হত। সেচ সুবিধা সম্প্রসারণের ফলে ক্রমে বোনা আমন আবাদ হ্রাস পেয়ে বোরো আবাদ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায় ২,৫০০ হেক্টর জমিতে বোনা আমন ধানের চাষ হয়ে থাকে।

ধানের উন্নতজাত - আবাদকৃত বোরো ধানের উল্লেখযোগ্য উফশী জাত গুলি হলো ব্রি ধান ২৯, ব্রি ধান ২৮, ব্রি ধান ৪৫ ও ব্রি ধান ৫০ এবং হাইব্রীড জাত গুলি হলো হীরা-২, হীরা-৯৯৫, এসিআই-১,২, এসএল-৮, লাল তীর টিয়া, ময়না. রাইচার প্রভৃতি।  

গচ্ছা,কেওড়া, তিলি বাজাল, মুড়াবাজাল প্রভৃতি জাতের বোনা আমন ধানের চাষ হয়ে থাকে।